টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে (২৭অক্টোবর) ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এবং সদর উপজেলার তাড়টিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে পুলিশের ওসি আজিজুল হক বিটিসি নিউজকে জানান- আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় রবিউল ইসলাম( ২১) নামের এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রবিউল নোয়াখালীর কবিরহাট উপজেলার রমিজ উদ্দিন বাড়ি গ্রামের আলা উদ্দিন আহমদের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।
অপরদিকে (২৭অক্টোবর) সকালে ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার তাড়টিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী খালেদ হাসান মামুন (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  এ ঘটনায় মামুনের বড়ভাই বিপ্লব ( ৩৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.