টাঙ্গাইলে একসঙ্গে তিন বোন এসএসসি পরীক্ষা দিচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একসঙ্গে তিন সহোদর বোন এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ ধরনের নজির তেমন না থাকলেও সখীপুর উপজেলায় ঘটেছে ব্যতিক্রম। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এখন আলোচনায় ওই তিন সহোদর বোন।
পরীক্ষায় অংশগ্রহণকারী সহোদর তিন বোন হলো সুমাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম। পরীক্ষার্থী ওই তিন বোন সখিপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে। তারা সবাই সখিপর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।
রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় তারা উপজেলার পরীক্ষা কেন্দ্র সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এলাকায় ব্যাপক আলোচনায় এসেছেন তারা।
এ বিষয়ে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বিটিসি নিউজকে বলেন- ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছিলো। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের সাথে ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.