কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।
এএসপি জামিলুল হক জানান, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য মিলেছে।
চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.