টসে হেরে ফিল্ডিংয়ে টিম বাংলাদেশ

 

সিলেট ব্যুরো: আজ ৩ নভেম্বর শনিবার  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। সিলেটে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

আজকের ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।

ওয়ানডেতে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর টেস্ট সিরিজেও জয় দিয়েই শুরু করতে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিলেটের টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক জয় দিয়ে রাঙানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে আরিফুল হক, নাজমুল ইসলাম অপুর। আর জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্র্যান্ডন মাভুতার।

বাংলাদেশের একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।

জিম্বাবুয়ের একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চ্যারি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক০, ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইলি জারভিস, টেন্ডাই চাতারা।

শেষ খবর পাওয়া  পর্যন্ত  তাইজুলের বলে  টেইলর মাঠের বাহিরে

প্রথম সেশনের ১৭তম ওভারে বল করতে আসেন তাইজুল। ওই ওভারের দ্বিতীয় বলে ডিফেন্ড করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন টেইলর। তার ব্যাটের কানায় লেগে বল সেখানে থাকা শান্তর হাতে জমা হয়। মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের সহায়তায় আউট দিলে নিজের দ্বিতীয় উইকেটের স্বাদ পান তাইজুল। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরকে (৬) নাজমুল হাসান শান্তর ক্যাচে পরিণত করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এর আগে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চ্যারিকে বোল্ড করে ম্যাচে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.