ঝিনাইদহে ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ গ্রেফতার-২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ২ কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (০৬ নভেম্বর) বিকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার।
আটককৃতরা হলেন: কুমিল্লার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে মোটর সাইকেল যোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় চেকপোস্ট বসায়।
পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডে সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলে তল্লাশি করে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক করা হয় মোটর সাইকেলসহ ওই দুই জনকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.