ঝালকাঠিতে বিএনপি-ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে পুলিশসহ আহত-১৪

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিএনপি ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১৪ জন আহত হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আমতলা সড়কে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, কেন্দ্রীয় কর্মসূচি শেষে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে সদর থানার ওসি (অপারেশন) ফিরোজ কামালসহ ৬ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন ওসি ফিরোজ কামাল, এসআই মো. শফিকুর রহমান, এসআই নজরুল ইসলাম, এএসআই শিপন ও কনস্টবল মতিয়ার রহমান। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকটে শাহাদাৎ হোসেন বলনে, ‘ছাত্রলীগ ও যুবলীগের নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। অথচ পুলিশ আমাদের নেতাকর্মীদের আটক করেছে।’
হামলার অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ‘আওয়ামী লীগের মিছিলে বিএনপি নেতাকর্মীরা হামলা করে। বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপি কর্মীদের হামলায় পুলিশ সদস্যরা আহত হন। ছাত্রলীগ ও যুবলীগের কেউ এ ঘটনায় জড়িত নয়।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝালকাঠি প্রতিনিধি মো. মেহেদী হাসান মেহেদী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.