ঝালকাঠিতে পুলিশের বাধার মধ্যেই পদযাত্রা করল বিএনপি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পুলিশি বাধা উপেক্ষা করে পদযাত্রায় করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের আমতলা সড়কের জেলা বিএনপির কর্যালয়ের সামন থেকে পদযাত্রা শরু হয়।
পদযাত্রা কিছুদূর এগোলে পুলিশ বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে কালিবাড়ি সড়ক, পোস্ট অফিস সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে পদযাত্রা কর্মসূচি শেষ হয়।
পদযাত্রা কর্মসূচির আগে জেলার দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে দেশের মানুষ ভালো নেই। অর্থনীতিবিদরা বলেছেন আগামীতে দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেবে। দেশের এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকায় দায়ী। এ থেকে উত্তরণে বিএনপির বিকল্প নেই। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামান।
প্রসঙ্গত, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দ্রব্যমূল্য কমানো ও ১০ দফা দাবিতে দেশব্যাপী পদযাত্রার ডাক দিয়েছে বিএনপি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝালকাঠি প্রতিনিধি মো. মেহেদী হাসান মেহেদী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.