জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি জয় গোস্বামী

কলকাতা প্রতিনিধি: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি জয় গোস্বামী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে, এখনও রিপোর্ট পাওয়া যায়নি। শারীরিক অবস্থা বিবেচনা করেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের নন কোভিড ওয়ার্ডে ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবার সূত্রে খবর, আপাত ভাবে সুস্থই ছিলেন জয়। এ দিন সকাল থেকেই হঠাৎই জ্বর আসে তাঁর। বেশ কয়েক বার বমিও করেন তিনি। পারিবারিক চিকিৎসকই তাঁর করোনা পরীক্ষার নির্দেশ দেন। সন্ধ্যেয় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের অবস্থা খুঁটিয়ে দেখছেন। জয়ের পরিবারের অন্য দুই সদস্য অর্থাৎ তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী ও কন্যাকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য জয় এবং তাঁর স্ত্রী কাবেরী দুজনেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। আপাতত দেখার তাঁর শরীরে মারণ ভাইরাসটি বাসা বেঁধেছে কিনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.