জেলা হত্যা দিবসে বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আলোচনা সভা


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে “জাতীয় চার নেতার খুনীদের বিচার ও অন্তরালের কুশীলবদের জনসমক্ষের আনার জন্য কমিশর গঠন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় সাহেববাজার জিরোপয়েন্ট (প্রেসক্লাব চত্বর) এলাকায় স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই” আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চের সভাপতি প্রকৌশলী শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন-বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত।
অন্যান্যের মাঝে আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সভপতি শফিকজ্জামান শফিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম-সম্পাদক সেলিম রেজা, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম ববিন খান, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য ডা. রোকনুজ্জামান রিপন, রাকেশ পাল, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য মহানগর রিক্সাভান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সম্মানিত সদস্য রাকিবুল হাসান শুভ, ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ইউসুফ আলী ও ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি ত্রিশূল কুমার।
আলোচনা সভায় বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় চার নেতার খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে। এছাড়া খুনের অন্তরালের কুশীলবদের জনসমক্ষের আনার জন্য কমিশর গঠন করা সময়ের দাবি। বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিহত করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে। সেজন্য মহান ব্যক্তিদের নিয়ে আয়োজিত কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে তরুণদের।
বার্তা প্রেরক-আসলাম-উদ-দৌলা, আহ্বায়ক, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই-স্বাধীনতার স্বপক্ষের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.