জেলার শিবগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারা দেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। তাই বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলা জুড়ে। বৃষ্টির পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে পড়েছে।
এমন অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে, আমের গুটি ঝড়ে পড়ছে। বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহ দরবারে সাহায্য চেয়ে ইস্তেসকার নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে সহস্রাধিক মানুষ।
বুধবার সকাল ১০ টায় স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গনে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া করা হয়।
এতে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ শাহবাজপুর এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানার মোঃ হুমায়ুন কবিরেরর ইমামতিতে ইস্তেসকার দু-রাকাত নামজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে মোনাজাত পরিচালনা করেন।
সেই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান যাতে ভালো থাকে সেজন্য দোয়া করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.