জেলার নাচোলে ডায়রিয়ায় একজনের মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার নাচোলে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ৩দিনে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ডায়রিয়া আক্রান্ত অর্ধশতাধিক রোগী। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আজ বুধবার দুপুরে নুরুল ইসলাম মধু(৪৮) নামে একজন মারা যায়।

মৃত নুরুল ইসলাম মধু নাচোল মধ্য বাজার পাড়া মহল্লার মৃত আজাদ মোল্লার ছেলে। জানা গেছে, গত সোমবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত ৩দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাচোলের কাঠ ব্যবসায়ী নুরুল ইসলাম মধু এই হাসপাতালে ২দিন ধরে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

এরপর রাজশাহী নিয়ে যাওয়ার জন্য তার স্বজনরা নুরুল ইসলামকে বাড়িতে নিয়ে গেলে বুধবার দুপুরে তিনি মারা যান। এদিকে, হাসপাতাল থেকে কলেরা স্যালাইন সরবারহ করা হচ্ছেনা বলে অভিযোগ রোগীদের। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার জরুরী ভিত্তিতে নাচোল হাসপাতালে ৪’শ ব্যাগ কলেরা স্যালাইন পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে স্যালাইনের সংকট নেই।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.