জীবাণুনাশক ঔষধ স্প্রে শুভ উদ্বোধন করেন বকুল এমপি

নাটোর প্রতিনিধি: “আতঙ্ক, গুজব, ভয় নয় সচেতনতাই প্রতিরোধের সর্বোত্তম উপায়” এই স্লোগান নিয়ে সচেতনতাই বৃদ্ধি করতে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভার করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।

গোপালপুর পৌরসভায় জীবানুনাশক ঔষধ স্প্রে শুভ উদ্বোধন করেন ও জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

সাংসদ বকুল বক্তব্যে বলেন, আসুন মানবতার সেবাই এগিয়ে আসি, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর কারণে সৃষ্ট মহামারী মোকাবেলায় আসুন আমরা সবাই সতর্ক থাকি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাই।

এসময় উপস্তিত ছিলেন- লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুর রহমান, ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.