জিপিইউ’র মাসুদকে চাকুরীচ্যুত ও কর্মীদের কাজ বন্ধ রাখার প্রতিবাদ অবস্থান কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি: গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর প্রতিষ্ঠাতা ও ৮ বছর ধরে দ্বায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর বিকেল ৫টার সময় এক ইমেইলের মাধ্যমে অন্যায় ও অনৈতিকভাবে কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করেছে।
মিয়া মাসুদকে চাকুরীচ্যুত করার প্রতিবাদে এবং রিজিওনাল অপারেশন এর ১৩০ ও গ্রামীণফোন গ্রাহক সেবার ৫০ জন সহ সর্বমোট ১৮০ জন কর্মীকে পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন ও জিপির সাধারণ এমপ্লয়িরা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে ।
তারই ধারাবাহিকতায় আগামীকাল আগামীকাল ২৬শে নভেম্বর, বৃহস্পতিবার, সকাল ১০ টায় শ্রম ভবন এর সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করছে।
উক্ত মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে আপনার বহুল প্রচারিত সংবাদপত্র /চ্যানেল এর ফটোগ্রাফার /ক্যামেরা ম্যান সহ সংবাদ সংগ্রহের জন্য প্রতিনিধি প্রেরনের সবিনয় অনুরোধ করছি।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি:
দিন ও তারিখ: বৃহস্পতিবার ২৬শে নভেম্বর, ২০২০
সময়: সকাল ১০:০০টা
স্থান: শ্রম ভবন, পল্টন, ঢাকা ।
আয়োজক- গ্রমীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-২২০১)
সংবাদ প্রেরক ফজলুল হক, ভারপ্রাপ্ত সভাপতি, গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন জিপি হাউস, বসুন্ধরা, ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.