জার্মানির জার্সির রঙ যে কারণে সাদা

বিটিসি স্পোর্টস ডেস্ক: বেশিরভাগ দলের জার্সি তাদের জাতীয় পতাকার কোনো একটা রঙের সঙ্গে মিল রেখে তৈরি হয়। ব্রাজিলের যেমন হলুদ, আর্জেন্টিনার আকাশি সাদা, পর্তুগালের লাল সবুজ। এবার একটু জার্মানির জার্সিতে নজর দিন। সাদা রঙটাই প্রাধান্য পায়। অথচ জার্মানির জাতীয় পতাকায় নেই সাদার চিহ্নমাত্র।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জাতীয় পতাকায় রয়েছে তিনটি রঙ। সবার ওপরে কালো, মাঝে লাল, নিচে হলুদ। প্রশ্ন জাগতে পারে, পতাকায় যা নেই, তা কেনো জার্সিতে ফুটে উঠল? এর পেছনে রয়েছে একটি ইতিহাস। পেছন ফিরে তাকালে দেখা যায়, জার্মানির একদম পশ্চিম প্রান্তে রাশিয়া ও ফ্রান্স সীমান্ত ঘেঁষে রয়েছে প্রুশিয়া নামক প্রদেশ।
প্রুশিয়ার পতাকার রঙ সাদা। সাদার মাঝে ছিল কালো রঙের ক্রুস। পরে সেখানে পরিবর্তন এনে কালো ঈগল বসানো হয়৷ খেয়াল করলে দেখবেন, জার্মানির লোগোতেও রয়েছে কালো ঈগল। মূলত ১৮৯৯ সালে জার্মান ফুটবল দল গঠিত হওয়ার সময় প্রুশিয়ার পতাকাকে প্রাধান্য দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর পর প্রুশিয়া সাম্রাজ্যের পতন ঘটলেও জার্মানরা জার্সির রঙ ও লোগো বদলায়নি। সেই থেকে আজ পর্যন্ত সাদা হয়ে আছে ডাই ম্যানশাফটদের হোম জার্সির রঙ।
সাদাকে অনেকে শান্তির প্রতীকও বলে। তবে চলতি বিশ্বকাপে শান্তিতে নেই জার্মানি। জাপানের বিপক্ষে হার এবং স্পেনের বিপক্ষে ড্র করে দুই ম্যাচ শেষে পয়েন্ট মাত্র এক! গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টারিকাকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে স্পেন-জাপান ম্যাচে। স্পেনের কাছে জাপান হারলে বা স্পেন-জাপান ম্যাচ ড্র হলে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে জার্মানির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.