জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা পুলিশেরর উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ মে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
কোরবানির ঈদ কে সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে মার্চ/২৩ এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মাজেদুর রহমান, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এসআই হিসেবে জনাব ইশতিয়াক আহমেদ এসআই (নি:), জামালপুর থানা কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নি:) জনাব আলী হোসেন, মেলান্দহ থানাকে পুরস্কৃত করা হয়।
এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অপরাধ শাখা, সিডিএমএস শাখা, এলআইসি শাখা, কমিউনিটি ও বিট পুলিশিং শাখা কে পুরস্কৃত করা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.