জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, প্রতারক আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রকিবুল ইসলাম সোহান নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে সদরের  নারকেলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারনার নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রকিবুল ইসলাম সোহান (৪৫) রংপুর জেলার গঙ্গারছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিমউদ্দীনের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহনেওয়াজ বিটিসি নিউজকে জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১শ টাকা ছাড়া আর কোন টাকা খরচের প্রয়োজন হয়না।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশে এ সংক্রান্ত ঘোষণা সংবলিত বিজ্ঞপ্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকার করা হয়েছে। এরপরও কিছু প্রতারক সাধারণ মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছে।
ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের মৃত মজিবুর মন্ডল এর ছেলে নাদের মন্ডল (৫৫) এর অভিযোগের ভিত্তিতে এস আই নজরুল ইসলাম ও সঙ্গীও ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার নারকেলি এলাকার ছানুয়ার হোসেনের ভাড়া বাড়ি থেকে প্রতারক রকিবুল ইসলাম সোহানকে ৫০ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.