জামানতকারীদের মানববন্ধন : সান্তাহার মেঘনা সঞ্চয় ও ঋনদান সমিতির গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে স্বপরিবারে উধাও

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার মেঘনা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতিরিমিটেডের নির্বাহি পরিচালক বায়েজিদ হোসেনের বিরুদ্ধে গ্রাহকদের জামানতের ৫ কোটি টাকা নিয়ে তার পরিবারসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ওই সমিতিতে প্রায় ১১৮জন জামানতকারিরা উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন শেষে উপজেলা সমবায় অফিসারের নিকট একটি লিখিত আবেদন করেছেন।
আদমদীঘির সান্তাহারস্থ মেঘনা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডে জামানতকারি আরিফ, জাহাঙ্গীর আলম, পেয়ারা, হাজেরাসহ অনেইে জানান, প্রায় আট বছর আগে উল্লেখিত সমবায় সমিতি লিমিটেড কার্যক্রম শুরু করে। সেখানে অনেকেই ঋন গ্রহন করে পরিশোধ করে থাকেন।
সমিতির নির্বাহি পরিচালক বায়েজিদ হোসেন অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে ১১৮জন জামানতকারিদের নিকট থেকে প্রায় ৫ কোটি টাকা জামানত গ্রহন করেন। সম্প্রতি জামানতের মেয়াদ শেষ হওয়াই অনেকেই টাকা ফেরত নিতে আসেন। নির্বাহি পরিচালক বায়েজিদ হোসেন টাকা দেয়ার কথা বলে কালক্ষেপন করেন। তাকে চাপ দেয়া হলে গত ২৬ ফেব্রæয়ারি তার পরিবারসহ তিনি বাসা থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে নির্বাহি পরিচালক বায়েজিদ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা সমবায় অফিসার আব্দুস ছালাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.