জাপানের জলসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি সার্ভে জাহাজ অবৈধভাবে জাপানের জলসীমায় প্রবেশের অভিযোগ উঠেছে। টুইটবার্তায় এ অভিযোগ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী।
টুইটবার্তায় তিনি লিখেছেন- ‘দুই মাসের মধ্যে ৯ বার জাপানের জলসীমানায় প্রবেশ করল চীনের জাহাজ; যা জাপানের নিরাপত্তার জন্য বড় হুমকি।’
তবে জাপানের এ অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন। এর আগেও বহুবার অবৈধভাবে জাপানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে চীনের জাহাজের বিরুদ্ধে।
আন্তর্জাতিক গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, চীনের জাহাজটি তোকারা স্ট্রেইট দিয়ে অতিক্রম করেছে। যেটি একটি আন্তর্জাতিক সীমানা। তবে জাপান এটি নিজেদের সীমানা বলে দাবি করে।
বিশেষজ্ঞদের দাবি, চীনের জাহাজ জাপান সীমানায় অনুপ্রবেশ করেছে, জাপানের এমন অভিযোগ এখন পুরোনো হয়ে গেছে; যার ফলে বিষয়টি নিয়ে এখন আর চিন্তার কারণ নেই। (সূত্র: গ্লোবাল টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.