জাতীয় ৪ নেতা স্মরণে রাণীশংকৈলে পালিত হলো প্রতিবন্ধীদের মিলাদ মাহফিল ও আলোচনা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আলী আকবর অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে জাতীয় চার নেতার স্মরণে আজ (৩ নভেম্বর) রবিবার দুপুরে দো’য়া, মিলাদ ও আলোচনা  সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি হয়ে স্কুুল প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সেলিনা জাহান লিটা  জাতীয় চার নেতার জন্য দো’য়া, মিলাদ ও আলোচনায় অংশ নেন। এ সময় স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের সহ -সভাপতি মোশারফ হোসেন বুলু, আলহাজ্ব মোবারক আলী , ঠিকাদার হাবলু, আ’লীগ নেতা বাবর আলী ও নেতা প্রশান্ত কুমার বসাক, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আশরাফুল আলম ও হুমায়ুন কবির, সেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া হাবিব ডন প্রমূখ ।
এসময় বক্তারা জাতীয় চার নেতাকে কারাগারে বন্দি রেখে গুলি করে মেরে ফেলে। তাদের স্বাধীনতা যুদ্ধকালে অবদানের কথা তুলে ধরে তাদের জন্য দো’য়ার মাধ্যমে মাগফিরাত কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.