জলঢাকা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: ধর্ম যার যার রাষ্ট্র সবার, সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার (০৭ই নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান, র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জলঢাকা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক লিটন কর্ম্মকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অবিনাশ রায়ের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল।
উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দলাল রায়, অশ্বিনী কুমার রায় ও অধীর চন্দ্র রায়। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু অনিল চন্দ্র রায়, অর্থ সম্পাদক গনেশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক তাপস রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী উদয়শঙ্কর মোহন্ত।
ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র রায়, উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রবানন্দ রায়, উপজেলা সহ-সভাপতি তুলিপ চন্দ্র রায়, অর্থ সম্পাদক গণেশ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক লালমোহন রায়, উপজেলা সহ-সভাপতি প্রানজিৎ কুমার রায় পলাশ, খুটামারা ইউনিয়ন শাখার সভাপতি কৈলাশ চন্দ্র রায়, শৌলমারী ইউনিয়ন শাখার সভাপতি ভরত চন্দ্রসহ জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন। প্রতিবাদ গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ রায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.