জলঢাকায় হলুদ সরিষা ক্ষেতে মৌ সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা

জলঢাকা প্রতিনিধি: দিগন্ত জুড়ে হলুদ সরিষা ক্ষেত, আর এমন সুন্দর দৃশ্য চোখে পরে  নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া নামক এলাকায়।
প্রকৃতিকে সাজিয়েছে অপরুপ রুপে সরিষা গাছে গাছে মৌ সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌমাছি। যেন ফিরে তাকানোর ফুরসুতও নেই।
অনেক তরুনী সরিষা ফুল ছিড়ে খোপায় গুজে উচ্ছসিত হয়ে মনের উল্লাসে ঘুরে বেড়ায় ক্ষেতের আল পথে। যেন আনন্দে আটখানা। আমন ধান কাটার পরে বোরো ধানের চারা রোপনের মধ্যবর্তী সময়টাকে কাজে লাগাতে কৃষকেরা আবাদ করেন লাভজনক দানাদার শষ্য সরিষা।
উক্ত এলাকায় কয়েক জন কৃষকের সাথে কথা হলে বলেন, বোরো ধানের চারা রোপনের মধ্যবর্তী সময়ে আমরা সরিষা আবাদ করি।উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেকে এ সরিষা আবাদ করেন বলে জানাযায়।
গত বৃহস্পতিবার দুপুরে কৈমারী ইউনিয়নের বালাপাড়া নামক এলাকায় এমন সুন্দর দৃশ্য চোখে পড়ে যা চোখে পরার মতো। হলুদে হলুদে ভরে গেছে পুরো জমিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.