জলঢাকায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণী

জলঢাকা প্রতিনিধি:  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দীঘিরপাড় বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসুচি পালিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন। এ সময় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান ও দেশব্যাপী টিকাদান কর্মসুচি সফলভাবে পালন করায় জাতিসংঘ কর্তৃক “ভ্যাকসিন হিরো” উপাধীতে ভুষিত হয়েছেন।

এ ছাড়াও তিনি স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। শেষে তার জীবন ও চিকিৎসার ক্ষেত্রে অবদানের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.