জলঢাকায় দিনাজপুর বনাম জলঢাকা একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:  “মাদককে না বলি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে , গতকাল সোমবার বিকেলে স্থানীয় শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে দিনাজপুর খানসামা ফুটবল একাদশ ৩ — ২ গোলে জলঢাকা খেলোয়ার কল্যান সমিতকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, কমিশনার বিস্বজিৎ রায় প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন একমাত্র খেলাধুলাই সমাজ থেকে অপরাধ প্রবনতা কমাতে পারে। যুবসম্প্রদায়কে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের বিকল্প নাই। এছাড়াও তিনি সেপ্টেম্বর মাসে জেলা দলের অংশগ্রহনে একটি বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষনা দেন।

উপজেলা খেলোয়ার কল্যান সমিতি আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়াম মাঠে উপচেপড়া দর্শকের সমাগম ঘটে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.