জলঢাকায় করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য লিফলেট বিতরণ করলেন পৌর মেয়র বাবলু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড -১৯ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিজেদের সুরক্ষার জন্য করোনা ভাইরাসের টিকাগ্রহন চলোমান রয়েছে।
এরই ধারা বাহিকতায় নীলফামারীর জলঢাকায় কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য ও এর গতিশীল করার লক্ষ্যে মুখে মাক্স পড়ে টিকাগ্রহনের উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ করলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ও বঙ্গবন্ধু চত্বরে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন,জলঢাকা থানার এস আই মেজবাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবর রহমান মনি,উলজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মন্টু, ফজলুল হক, রুহুল আমীন, রঞ্জিত কুমার রায়, আনোয়ার হোসেন, জলঢাকা থিয়েটারের সভাপতি সোনা মিয়াসহ অনেকে।
লিফলেট বিতরণের সময় পৌর মেয়র বলেন, দেশের মানুষের জীবন রক্ষায় অনেক পরীক্ষা – নিরীক্ষার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকা নিয়ে এসেছেন। আমি নিজেই টিকা নিয়েছি, আপনারাও টিকা নিন সুস্থ থাকুন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.