আরএমপি’র অভিযানে অসামাজিক কাজের অভিযোগে নারী-পুরুষসহ আটক-৩৭

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ১৭  জন পুরুষসহ ২০ নারীকে  আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
গতকাল বুধবার (০৩ মার্চ) ২০২১ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের দিক নির্দেশনায় জনাব মোঃ আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি) এর নের্তৃত্বে রাজশাহী মহানগরীকে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ মুক্ত করার লক্ষে মহানগর গোয়েন্দা পুলিশের ০৪ টি টিম রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকায় অবস্থিত পদ্মা আবাসিক হোটেল, সূর্যমুখি আবাসিক হোটেল, সুরমা আবাসিক হোটেল এবং আশ্রয় আবাসিক হোটেলে ঝটিকা অভিযান পরিচালনা করে এ সময়  অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে হোটেলের মালিক ও ম্যানেজারসহ ১৭ জন পুরুষ ও ২০ জন মহিলাকে আটক করে।
ইতিপূর্বে উক্ত আবাসিক হোটেল গুলোর বিরুদ্ধে একই অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে এ সমস্ত হোটেলে ব্যবসার অন্তরালে বিভিন্ন স্থান থেকে নানা বয়সী নারী এনে টাকার বিনিময়ে যুবকসহ নানা বয়সী পুরুষদের অসামাজিক কাজের সুযোগ করে দিত।
রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.