জলঢাকায় আমন ধান সংগ্রহে কৃষকরা উৎফুল্ল!

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উম্মুক্ত লটারীর মাধ্যমে বিজয়ী কৃষকরা আমন ধান সংগ্রহ ২০১৯-২০, অত্যান্ত স্বচ্ছতার সাথে তালিকা ভুক্তরা ২৬ টাকা কেজি ধরে সরকারী খাদ্য গুদামে ধান বিক্রয় করতে পেরে আনন্দে উৎফুল্ল হয়েছে।এ চিত্র দেখা গেছে আজ বুধবার সকালে।

পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ২৫ শ ৬৩ জন কৃষক তালিকায় রয়েছেন। প্রতিজন কৃষক ১ মেট্রিকটন ধান বিক্রয় করছে। বিক্রয়কারী কৃষকরা জানান, আমরা সঠিক মুল্যে সরকারী ভাবে খাদ্য গুদামে ধান দিতে পেরে স্বচ্ছতার নির্ভরতা পেয়েছি।

এ বিষয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) খাদ্য গুদাম কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, মধ্যম আয়ের এ দেশে ডিজিটালের ছোয়া পেয়েছে কৃষকরা তাদের পরিশ্রমের ন্যায্য মুল্য পেয়ে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.