খুলনার বিআরটিএর কার্যালয়ে দুদকের অভিযান, আনসার সদস্যকে অর্থদন্ড, দালালকে কারাদন্ড

খুলনা ব্যুরো: খুলনার বিআরটিএর কার্যালয়ে  অভিযান চালিয়েছে দুদক।এ সময় বিআরটিএর কার্যালয়ের এক আনসার সদস্যকে অর্থদন্ড  ও এক দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে খুলনার বিআরটিএর কার্যালয়ে দুদক অভিযান চালিয়ে তাদের আটক করে।  পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দন্ডাদেশ দেয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান।

তিনি জানান, খুলনার বিআরটিএতে অভিযান চালায় দুদুক। এই অভিযানে প্রতারনার সাথে জড়িত থাকার অপরাধে দুই জনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কর্তব্যরত আনসার সদস্য আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ডের সঙ্গে বিভাগীয় শাস্তির আদেশ দেওয়া হয়েছে। দালালির অভিযোগে লিটন ফটোষ্ট্যাটে মালিক আকিব মোল্লাকে চার দিনের জেল প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.