জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় ২ জনের ফাঁসি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। এছাড়া মৃত্যুদণ্ড পাওয়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের কাদের বেপারীর ছেলে কাফি ও মৃত শওকত আলীর ছেলে সাদিকুল।
মামলার বিবরণের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০০৮ সালের ১ আগস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামে এক  যুবককে গলায় কাঁচা পাটের আঁশ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরের দিন সকালে বেড়িবাঁধের নিচের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠায়।
এ ঘটনায় পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ বুধবার এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি মো. আসলাম হোসেন#

Comments are closed, but trackbacks and pingbacks are open.