জমির দখলদার মুক্ত করতে চাঁপাইনবাবগঞ্জে মালিকদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৩০ কোটি টাকা মূল্যের জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বস্তি গড়ে তোলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিকপক্ষ ও উত্তরাধিকারীরা।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তিভোগী মালিক ও উত্তরাধিকারীগণ এই মানববন্ধন করে। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মাটির মুল মালিকের উত্তরাধিকারী এসএম আমিনুল ইসলাম জনি, ডাক্তার শফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, আব্দুল মোতালেব, আব্দুল মতিন, আব্দুর রহমান ও সিবলী।
মানববন্ধনে বক্তরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা ঈদগাহের পাশ ঘেষে মহিলা কলেজের সামনে রাস্তার পাশে ১.৬৬ শতাংশ জমি অবৈধভাবে দখল করে বস্তি গড়ে তুলেছে একটি ক্ষমতাসীন সন্ত্রাসীমহল। এমনকি একজন বীর মুক্তিযোদ্ধার মাটি রাস্তাসহ দখল করে রেখেছে কতিপয় রাজনৈতিক ছত্রছায়ায় কিছু মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। মুল মাটির মালিকের উত্তরাধিকারীরা মাটি দখল পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। প্রশাসন দ্রæত জমিটি মুল মালিকের উত্তরাধিকারীদের বুঝিয়ে দেবেন এমনটায় দাবি তাদের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.