চেলসিকে বিধ্বস্ত করে আর্সেনালের বড় জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী চেলসিকে রীতিমতো বিধ্বস্ত করল আর্সেনাল। ঘরের মাঠে ব্লুজদের ৫-০ গোলে উড়িয়ে দিল মিকেল আর্তেতার শিষ্যরা।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে খেলার চতুর্থ মিনিটেই স্বাগতিক সমর্থকরা পেয়ে যায় উৎসবে মেতে ওঠার উপলক্ষ। আক্রমণের সুর বেঁধে দেন ডেকলান রাইস; তার বাড়ানো পাস ধরে দূরূহ কোণ থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
বিরতির পর ৫২তম ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ছোট কর্নারের পর সতীর্থের পা ঘুরে বল পান রাইস; তার জোরাল শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় বেন হোয়াইটের কাছে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ডিফেন্ডার।
এরপর ৫৭তম মিনিটে মার্টিন ওডেগোরের লং পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নেন হাভার্টজ। গায়ের সঙ্গে সেঁটে থাকা কুকুরেইয়ার প্রতিরোধ ভেঙে নিখুঁত শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৬৫তম মিনিটে হাভার্টজের শট পোস্টের ভেতরের কানায় লেগে জালে লুটোপুটি খায়। পাঁচ মিনিট পর প্লেসিং শটে হোয়াইট লক্ষ্যভেদ করলে আর্সেনালের জয় স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ‘গানার’ খ্যাত দলটি। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। পেপ গার্দিওলার দল অবশ্য ম্যাচ খেলেছে ৩২টি। ৩২ ম্যাচে ১৩ জয় ও আট ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থাছে চেলসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.