চুয়াডাঙ্গা দামুড়হুদার বিভিন্ন বাজারে জমে উঠেছে ফুটপাতে পুরনো কাপড়ের বাজার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার বিভিন্ন বাজারে শীতের আগমনে বাজারে ফুটপাত বা রেললাইনের পাশে জমে উঠেছে পুরনো শীতের কাপড়ের অস্থায়ী বাজার। ফুটপাত প্লাজা নামে পরিচিত রেললাইনের ধারে অবস্থিত এই অস্থায়ী বাজারের পাশ দিয়ে গেলেই এখন কানে ভেসে আসে বাইছা লন, মাইপা লন দাম শুধু  বিভিন্ন মৃল্যে।

নিম্ন ও মধ্যবিত্তদের শীতের কাপড়ের চাহিদা মেটাতে প্রতিবছরের মতো অস্থায়ীভাবে এখানে বসেছে অর্ধ শতাধিক দোকান।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিবছর শীতের শুরুতেই খেটে খাওয়া মৌসুমী ব্যবসায়ীদের দখলে চলে যায় পুরাতন শীতবস্ত্রের এই বাজার। এবারও বসেছে। মূলত কম দামে শীতবস্ত্র পাওয়ার আশায় ক্রেতারা ভিড় করেন এখানে।

পুরনো শীতবস্ত্রের বাজার জমে উঠলেও গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশী।

সরেজমিনে গেলে শীতের কাপড় কিনতে আসা কুড়ুলগাছির জসিম জানান, কম দামে পাওয়ার আশায় এখানে আসা। তবে এ বছর দাম একটু বেশী হলেও বাজারের তুলনায় কমই আছে বলে বাচ্চাদের জন্য ২২০ টাকায় চারটি শীতের কাপড় কিনেছি।

অপর ক্রেতা কোমরপুরে মুনসুর আলী বিটিসি নিউজকে জানান, কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায় বলে এখান থেকে খরিদ করি। তবে গত বছরের তুলনায় এবার শীতের কাপড় প্রতি ৫০-১শ টাকা বেশ বলে জানান তিনি।

দর্শনা রেললাইনের পাশে বসা মৌসুমী বিক্রেতা সেলিম, বগা আলী সহ আরও কয়েকজন বিটিসি নিউজকে জানান, আমরা সাধারণত সোয়েটার, ট্র্যাকসুট,  বিভিন্ন ধরনের গরম জামা, মোজা, টুপি, বাচ্চাদের কাপড়, সোয়েটার, জ্যাকেট, প্যান্ট-কোর্ট, ট্রাউজারসহ বিভিন্ন ধরনের শীতের কাপড় বিক্রি করি।

শীত আসলেই বাড়তি আয়ের আসায় এই ফুটপাতে বসা। এবার পুরাতন কাপড়ের বেলের দাম একটু বেশী বলে খুচরা বিক্রিতে ক্রেতাদেরও কিছুটা হলেও দাম বেশী গুণতে হচ্ছে। তবে সেটি অতি নগণ্য।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.