নিত্যপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল 

ফেনী প্রতিনিধি: পেঁয়াজ সহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপি বিক্ষোভ মিছিল আজ সোমবার(১৮ নভেম্বর)  শহরের তাকিয়া রোড থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোডে বড় মসজিদের সামনে শেষ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, আলাউদ্দিন গঠন, ফেনী পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুইয়া, যুবদলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,ফেনী পৌরসভার সাবেক কমিশনার মনির আহম্মদ বাচ্চু।

এ সময় বক্তারা  বলেন, অসাধু সিন্ডিকেট ও ব্যবসায়ীরা পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এতে দেশের মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানান তারা। মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.