চুরির নতুন ফর্মুলা ‘বিহারি চাদর’ গ্যাং

কলকাতা (ভারত) প্রতিনিধি: চুরির নতুন কৌশল। দোকানের বাইরে চাদর ঢাকা দিয়ে তালা ভেঙে চুরি যাচ্ছে সামগ্রী। বাইরে থেকে দেখে কিছু বোঝা যাবেনা। মনে হবে দোকানের ভেতর কিছু কাজ হচ্ছে।
আসলে এইভাবে বাইরে থেকে চাদর আটকে চলে চৌর্যবৃত্তি।
ইতিমধ্যেই দুই চব্বিশ পরগনা,বেহালা,ঠাকুরপুকুর ও সংলগ্ন কলকাতার অঞ্চলে সক্রিয় এই দল।
রাজ্যের বাইরেও সাতটি ভিনরাজ্যেও এদের গতিবিধি টের পাওয়া গেছে।
পুলিশ ইতিমধ্যেই নানা ধরনের হাইটেক পদ্ধতির সাহায্য নিয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দলটিকে পাকরাও করা যাবে।
কলকাতার লাগোয়া কয়েকটি বাড়িকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।যেখানে এই গ্যাংটি বাড়ি ভাড়া নিয়েছে আশেপাশের কোনও জায়গাতে অপারেশন চালানোর জন্য। তদন্তের সার্থে বিশদ জানাতে অস্বীকার করেন রাজ্যের গোয়েন্দা দফতর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.