এবার থেকে সরকারি হাসপাতালে পরিষেবা সংক্রান্ত তথ্য টাঙানো থাকবে

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল স্বাস্থ্য সচিব ডাঃ অজয় চক্রবর্তীর সাথে চিকিৎসক ফোরামের একটি বৈঠক হয়। বৈঠকের শুরুতেই তুমুল বাদানুবাদ হয়। পরে ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের নিগৃহীত হবার একটি তালিকা তুলে দেওয়া হয়।
তালিকায় উল্লেখ করা হয় রাজ্যে গত পাঁচ বছরে ৩২৭জন ডাক্তার হামলা ও কটুকথার শিকার হয়েছেন।
বিশেষত রোগীদের অন্য হাসপাতালে রেফার নিয়ে এই অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়।
তাই বৈঠকে সিদ্ধান্ত হয় এবার থেকে প্রতিটি সরকারি হাসপাতালে পরিষেবা সংক্রান্ত তালিকা দেওয়া থাকবে ।তাতে উল্লেখ থাকবে কোন কোন হাসপাতালে কি কি পরিষেবা পাওয়া যাবে আর কি পাওয়া যাবে না ।এমনকি প্রত্যেক চিকিৎসকের কাজের দিন ও সময় উল্লেখ করা থাকবে।
কর্তৃপক্ষের আশা তাতে করে যেমন রোগী হয়রানি কমবে এবং রোগীরা জানতে পারবেন কবে কখন কোন ডাক্তার পাওয়া যাবে।
ফোরামের আরও অভিযোগ সব সরকারি হাসপাতালে সব ধরনের চিকিৎসা পরিষেবা থাকে না বলেই রোগীদের অন্যত্র রেফার করতে হয়।যদি এধরনের তালিকা নিয়মিত থাকে তাহলে অযথা রোগীদের সাথে বচসায় জরাতে হবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.