চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে ড. মোমেনের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। সোমবার (১০ জানুয়ারি) রাত ১টা ৫৮ মিনিটে কিন গ্যাংকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক হয়। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নানা ইস্যুতে কথা বলেন।
ড. আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে। এ ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং চীনে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার বিষয়ে কথা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এবং চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আগের সব চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চলমান সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।
উল্লেখ্য, এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়ে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.