চিঠি লিখে রাসিক মেয়রের ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিলেন স্কুল শিক্ষিকা


প্রেস বিজ্ঞপ্তি: করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্যে খাদ্য সহায়তা প্রদানের উদ্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের গঠিত ত্রাণ তহবিলে নগদ অর্থ অথবা নিত্য প্রয়োজনী পণ্য প্রদানে মহানগরবাসীকে আহ্বান জানিয়েছেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মেয়রের এই আহ্বানে সাড়া দিয়ে এক মাসের বেতন দিয়েছেন কানিজ ফাতেমা নামের এক স্কুল শিক্ষিকা। তিনি উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আজ বুধবার বেতনের ১৫ হাজার টাকাসহ একটি চিঠি মেয়রকে দিয়েছেন স্কুল শিক্ষিকা। চিঠিতে তিনি লিখেন, ‘শ্রদ্ধেয় নগরপিতা, সালাম নিবেন। করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে আপনার আহ্বানে আমি এই মহানগরীর একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাশে দাঁড়াতে চাই। আমি যে বিদ্যালয়ে পড়াই তার অধিকাংশ ছাত্র-ছাত্রী অতি দরিদ্র। তাদের বাবা-মা রিকশাচালক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বাসাবাড়ির কাজের বুয়া। বর্তমানে তাদের অবস্থা করুণ। আপনার সমন্বিত উদ্যোগ নগরীর অসহায় মানুষদের আশা সঞ্চার করবে। এই সমন্বিত উদ্যোগে অংশগ্রহণের জন্য আমি এক মাসের মূলবেতন ১৫ হাজার টাকা আপনার ত্রাণ তহবিলে অনুদান প্রদান করিলাম। আশা করি এই সামান্য অনুদান আপনি গ্রহণ করবেন। মহানগরবাসী আপনার সাথে আছে। আল্লাহ্ আপনার সহায় হোন।

নিম্ন আয়ের মানুষের সহযোগিতায় এক মাসের বেতন দেওয়াকে মানবিক দৃষ্টান্ত উল্লেখ করে মেয়র স্কুল শিক্ষিকাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘তহবিলে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী প্রতিষ্ঠান/সংগঠন, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দের অনুদান যেমন: নগদ অর্থ, চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনী পণ্য গ্রহণ করা হচ্ছে। যে কেউ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগর ভবনে সরাসরি আমার কাছে অথবা নির্ধারিত বুথে সহায়তার অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করতে পারবেন। ব্যক্তিগত উদ্যোগের পরিবর্তে প্রাতিষ্ঠানিক সমন্বিত উদ্যোগ বেশি ফলপ্রসূ ও কার্যকর হয়। সে লক্ষ্যে সহায়তা প্রদান কার্যক্রম আরো সুষ্ঠু, সুশৃঙ্খল ও কার্যকর করতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক কেন্দ্রীয়ভাবে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগে আপনাদের সকলকে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

এছাড়া ইতোমধ্যে যারা ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মেয়র।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.