করোনা প্রতিরোধে নিরলস ভাবে বৃষ্টির মধ্যেও কাজ করছেন জলঢাকা থানা পুলিশ   

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে জন্য নিরলস ভাবে কাজ করছেন পুলিশ, প্রশাসন বিভাগ।এরই প্রেক্ষিতে নীলফামারী জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা বাসিকে করোনা মুক্ত রাখার জন্য জলঢাকা থানা পুলিশ বৃষ্টি মধ্যেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
আজ হঠাৎ করে কালবৈশাখীর প্রবল ঝড়ো হাওয়ার সাথে হচ্ছে বৃষ্টি মুহুর্তেই অন্ধকার পুরো শহর।
এমন অবস্থার মধ্যেও পুলিশের কার্যক্রম থেমে নেই। এমন ভাবে যদি সবখানে দায়িত্বশীল নিতিবান পুলিশ অফিসার থাকে তাহলে আমরা সকলেই সুন্দর একটি দেশ আবারো দেখব বলে অনেকে বলেন। শুধু তাই নয় দেশের সব স্থানে নিরলস ভাবে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সকল মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।
জানাগেছে,জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নিয়ে এই বৃষ্টির মাঝেও কাজ করে যাচ্ছে থেমে নেই দায়িত্ব।
তবে উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে কঠোর ভাবে অবস্থান নিয়েছে পুলিশ বলে জানাযায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.