চাকরির প্রলোভনে স্ত্রী-শ্যালিকাকে ভারতে পাচার, গ্রেপ্তার-২

ময়মনসিংহ ব্যুরো: অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হলো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে স্ত্রী ও শ্যালিকাকে বিক্রির ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ ও তার সহযোগী। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‌্যাব) এর অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (১২ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।
ময়মনসিংহ র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল আবু নাইম মো. তালাত সংবাদ সম্মেলনে জানান, গতকাল শুক্রবার (১১ জুন) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা এলাকা থেকে অভিযুক্ত ইউসুফ এবং গাজীপুরের শ্রীপুর থেকে তার সহযোগী রাব্বিল শেখকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। গত মাসের শুরুতে স্ত্রী কুলসুমা আক্তার ও শ্যালিকা সুমাইয়া আক্তারকে মানবপাচারকারীদের সহায়তায় ভারতে বিক্রি করে দেয় ইউসুফ। পরে কৌশলে পালিয়ে এলেও বড় বোন বিএসএফের হাতে এবং ছোট বোন পুলিশের হাতে আটক হয়। বর্তমানে তারা দুজনই শিয়ালদহের একটি সেফহোমে রয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.