চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির মেয়াদ প্রায় এক বছরেরও বেশী সময় অতিবাহিত হলেও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া এবং সম্প্রতি নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরও তা বন্ধ হয়ে যাওয়ায় মানববন্ধনে অংশ নেয় জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা।

আজ রবিবার সকালে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।
এসময় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আব্দুল হান্নান মাস্টার, ক্রীড়া সংগঠক মোঃ জাভেদ আকতার, আব্দুল হান্নান রজু, মোঃ তরিকুল ইসলাম, রাজু আহম্মেদ, খেলোয়াড় আব্দুর রব মিঠুসহ অন্যরা।

মানববন্ধন শেষে একটি মিছিলটি বের হয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এবং সহ-সভাপতি ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের অভিভাবক প্রতিষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে নানা জটিলতায় দীর্ঘদিন থেকে আটকে থাকায় জেলার ক্রীড়াঙ্গনে নীতিবাচক প্রভাব পড়ছে বলে দ্রুত নির্বাচনের দাবি করেছে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.