পলাশবাড়ীতে অবৈধভাবে কোচিং চালানোর অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট 

গাইবান্ধা প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলায় সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার চালানোর অপরাধে প্রমিজ কিন্ডার গার্ডেন এবং শিশুকানন স্কুল এন্ড কলেজের দুই হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেন।
আজ রবিবার (৩ রা নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। জানাযায়, পলাশবাড়ী উপজেলা সদরের প্রমিজ কিন্ডারগার্ডেনের পরিচালক ও শিক্ষক শিহাব এবং শিক্ষক হাফিজুর রহমানসহ শিশুকানন স্কুল এন্ড কলেজের পরিচালক দীর্ঘদিন থেকে সরকারি আদেশ দন্ড বিধির ১৮৮ ধারা লঙ্ঘন করে কোচিং সেন্টার, অনুমোদনহীন ক্লাশের পাঠদান ও অন্য প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দিয়ে নৈশ্যকালীন পাঠদান পরিচালনা করে আসছিল।
এসব জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাউল হোসেন এবং থানা অফিসার ইনচার্জ ( ওসি) মাসুদুর রহমান অভিযান চালিয়ে উপরোক্ত অপরাধে আলাদা আলাদা ভাবে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.