চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-জবদুল \ সেক্রেটারী-কনক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর আলহাজ্ব এ্যাড. জবদুল হক (সাবেক পি.পি) এবং সেক্রেটারী জেনারেল পদে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর এ্যাড. মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক)।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিরতীহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ হয়।
নির্বাচনে ২টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। একটি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত জবদুল-মনিরুল পরিষদ ও অপরটি মো. সোলায়মান (বিশু)-মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক) পরিষদ।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হয়েছেন যাঁরা, সহ-সভাপতি এ্যাড.আলহাজ্ব মোঃ সোহরাব আলী (২) (আওয়ামীলীগ), সহ-সভাপতি এ্যাড.মোঃ নুরুল ইসলাম (সেন্টু) (বিএনপি), সহ-সেক্রেটারী জেনারেল এ্যাড. মোঃ আনোয়ার সাদাত (অতুনু) (আওয়ামীলীগ), সাধারণ সম্পাদক ফর একাউন্স মোঃ জাকির হোসেন (বিএনপি), ম্যাগাজিন সম্পাদক এ্যাড. তানভির রহমান (নিতু) (আওয়ামীলীগ), লাইব্রেরী এ্যাড. মোঃ দেলুয়ার জাহান (বিএনপি)।
এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, এ্যাড. মোসাঃ রহিমা খাতুন, এ্যাড. মোঃ জহির জামান (জনি), এ্যাড.মোঃ নূরে আলম সিদ্দিকী, এ্যাড. মুহাঃ আবুল কালাম আজাদ, এ্যাড. মোঃ নাহিদ ইবনে মিজান, এ্যাড. মোঃ সারি উল্লাহ ইসলাম (রিফাত) (আওয়ামীলীগ)।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক পিপি আলহাজ্ব এ্যাড. জবদুল হক এবং সেক্রেটারী জেনারেল পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন আলহাজ্ব এ্যাড. মোহাঃ মনিরুল ইসলাম।
অপর প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এ্যাড. সোলায়মান (বিশু) এবং সেক্রেটারী জেনারেল পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এ্যাড. মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক)। এক বছর মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট এই কার্যানির্বাহী কমিটির নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২১৬ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
মোট ১৫টি পদের মধ্যে ৫টিতে বিজয়ী হয় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং ১০টিতে বিজয়ী হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.