চাঁপাইনবাবগঞ্জে সিপাহী-জনতা অভ্যুত্থান দিবসে র‌্যালী ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সিপাহী-জনতা অভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ বুধবার সকালে “নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর বড় কোন সম্পদ নেই” শ্লোগানে জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে শহীদ কর্ণেল আবু তাহের স্মরণে নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে কর্ণেল আবু তাহের সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংসদের জেলা শাখার সভাপতি মো. নিয়ামুল হক।

 

 

প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কর্ণেল তাহেরকে স্মরণ করে তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংসদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুনু, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিকজোটের সভাপতি মো. সাজেমান আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নারী জোটের জেলা শাখার আহবায়ক তৌহিদা খাতুন কমলা, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল মজিদ, নবাবগঞ্জ কলেজ শাখা জাসদ ছাত্রলীগের সভাপতি তসিকুল রেজা তনু ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদসহ অন্যরা।

বক্তারা শহীদ কর্ণেল আবু তাহের এর আদর্শ ধারণ করে জীবন গড়ার আহবান।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.