চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মিড দ্যা প্রেস


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ১১ জানুয়ারী শনিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২য় রাউন্ড উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে মিড দ্যা প্রেস অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধূরী।

উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, তালেবুন্নবী, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী, চ্যানেল আই’ জেলা প্রতিনিধি, ‘দর্পণ টিভি’ অনলাইন’র এমডি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’ এর সম্পাদক এমরান ফারুক মাসুম, এটিএন বাংলা’র প্রতিনিধি নাসিম মাহমুদ, সাংবাদিক শামসুল আলম টুকু, হোসেন শাহনেওয়াজ, আলমগীর কবির কামাল, আলহাজ্ব নাইমুল হক, আমিনুল ইসলাম, ডাবলু কুমার ঘোষ, মনোয়ার হোসেন জুয়েল, আজিজুর রহমান শিশির, হারুন অর রশিদ, নাদিম হোসেন, জাকির হোসেন পিংকু, মো. দোলন, মো. ইসাহাক আলী, মো. মোরশালিন, মো. আকতারুল ইসলাম, জারিফ হোসেন, রবিউল টুটুল, মো. তারেকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা।

সভায় জানানো হয়, আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২য় রাউন্ডে জেলার ১ লক্ষ ৮২ হাজার ৪’শ ৩৫ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৭’শ ৫৩জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় মোট ১২০১টি সেন্টারে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে ২ হাজার ৪’শ ২জন স্বেচ্ছাসেবক।

সিভিল সার্জন অফিস সুত্র জানায়, ১২-৫৯ মাস বয়সী সদর উপজেলায় ৪২ হাজার ৬’শ ২০, শিবগঞ্জে ৬৫ হাজার ৮’শ ৩৬, গোমস্তাপুরে ২৯ হাজার ৯’শ ৭, নাচোলে ১৬ হাজার ৩’শ ৯১, ভোলাহাটে ১১ হাজার ২’শ ১১জন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৬ হাজার ৪’শ ৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ৬-১১ মাস বয়সী সদর উপজেলায় ৫ হাজার ৮’শ ৬৬, শিবগঞ্জে ৮ হাজার ৪’শ ৫৪, গোমস্তাপুরে ৩ হাজার ৯’শ ২৮, নাচোলে ২ হাজার ৩’শ ৪৯, ভোলাহাটে ১ হাজার ৪’শ ৬৩জন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২৬ হাজার ৬’শ ৯৩ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ঘটবে এবং শিশুদের উচ্চতায় খাঁটো হওয়া বন্ধ হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে শিশুরা ডায়রিয়ার আক্রান্ত হবে না এবং অন্ধত্ব থেকে শিশুরা রক্ষা পাবে।

আগামী ১১ জানুয়ারী ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২য় রাউন্ড সফল করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধূরী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.