চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২ (১৮-২৪ নভেম্বর) পালিত হয়েছে। উদযাপন উপলক্ষে বুধবার সকালে র‌্যালী ও আলোচনা সভা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোছাঃ ফোয়ারা ইয়াছমিন। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালের সঞ্চালনায় এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনা বিষয়ে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শাহনাজ খাতুন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক আব্দুর রহিমসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিক অপব্যবহাররোধে সকলকে সচেতন করে তুলতে হবে। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এবং চিকিৎসাপত্রের বাইরে এন্টিবায়োটিক ব্যবহার বা বিক্রয়ে আরও সজাগ হওয়ার আহবান জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.