চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে ৩ জনের মৃত্যু

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের নরেন্দ্রপুর, শাহজাহানপুর ইউনিয়নের সোনাপট্টি ও দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় এই তিনজনের মৃত্যু হয়।
মৃত ৩ জন হচ্ছেন- সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সোনাপট্রি গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. রফিক উদ্দিন (৩৫) ও শাহজাহানপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মোজাম্মেলের ছেলে ইসারুল (৪২)।
সদর থানার ওসি সাজ্জাদ হোসেন ও সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ওসি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, বিকেলে ঝর-বৃষ্টির মধ্যে হড়মা এলাকায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে ইশারুল হক নামে এক জেলে ও সোনাপট্টি এলাকায় ধানক্ষেতে কাজ করে বাড়ি ফেরার সময় রফিকুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়।
এছাড়া গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ব্যবসা সংক্রান্ত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হরিশপুর এলাকায় বজ্রপাতে মারা যান। নিহতদের পরিবারকে তাৎক্ষনিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.