চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরনী ও বাল্য বিয়ে প্রতিরোধে সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরনী ও বাল্য বিবাহ প্রতিরোধে অংশীজনের সাথে মত বিনিময় ও আলোচনা সভা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসকের অফিস চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালামসহ অন্যরা।
সভায় বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক আব্দুর রোকন মাসুম।
এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারগন, জেলার সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষক, অভিভাবক, নিকাহ রেজিষ্ট্রার, ঈমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বাল্য বিয়েকে না বলো বিষয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে চাঁপাইনবাবগঞ্জ পর্যটন গাইডের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে একই স্থানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। বিকেলে তিনি সদর উপজেলা চত্বরে হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করেন এবং বঙ্গবন্ধু মঞ্চে সন্ধ্যায় দরিদ্র অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.