চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন- অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা’র আয়োজনে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ।
সম্মেলনের শুরুতে সংগঠনের প্রয়াত নেতাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরিষদের জেলা আহŸায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী অনিল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অঙ্কুরজিৎ সাহা নব, সাংগঠনিক সম্পাদক শ্রী শুভাশীষ বিশ^াস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী রমেন মন্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী কমল ত্রিবেদী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক শ্রী কনক রঞ্জন দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী প্রণব কুমার পাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়সহ অন্যরা। এর আগে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী জে এল ভৌমিক। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি।
বিকেলে ২য় পর্বে ডাবলু কুমার ঘোষ কে সভাপতি ও শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে বাকি পদগুলো পুরন করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ডাবলু কুমার ঘোষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.