চাঁপাইনবাবগঞ্জে নদী তীরবর্তী ৭ ইটভাটা উচ্ছেদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি এলাকার পাগলা নদী তীরে অবধৈভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসনের সহায়তায় গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এ অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তরের একটি দল, পুলিশ, র‌্যাব, ফায়ারসার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তর।

প্রায় ৪০ একর সরকারী খাস জমির উপর এসব অবৈধ ইটভাটা থাকায়, একদিকে ভাটা সংলগ্ন আমবাগানগুলোর আম ক্ষতিগ্রস্থ হচ্ছে, অন্যদিকে পাগলা নদী খনন প্রক্রিয়াও বাধাগ্রস্থ হচ্ছিল।

তাই সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জেও এই অভিযান পরিচালিত হয়। এসময় অবধৈভাবে গড়ে ওঠা ৩টি ভাটা সম্পূর্ণভাবে এবং নদীতীর আংশিক দখলে রাখায় ৪টি ইটভাটায় আংশিক উচ্ছেদ করা হয়।

চিমনীসহ সম্পূন্ন উচ্ছেদকৃত ইটভাটা গুলো হলো, মেসার্স সাথী ব্রিকস, মেসার্স বিশ্বাস ব্রিকস ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস। এছাড়াও আংশিক উচ্ছেদকৃত ইটভাটা গুলো হচ্ছে মেসার্স হ্যাপি এন্ড সাদিয়া ব্রিকস, মেসার্স হ্যাপি এন্ড সাদিয়া ব্রিকস-২, মেসার্স খান ব্রিকস, মেসার্স বিশ্বাস ব্রিকস-২।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের পরিদর্শক মোঃ আজহারুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উচ্ছেদকৃত এসব ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের অনুমতি হালনাগাদ না থাকাসহ ভাটা সংলগ্ন বাগানগুলোর আম কালো, তেতো হয়ে যাওয়ায় বাগান মালিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনায় সহায়তা করছে পরিবেশ অধিদপ্তর।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ১৩৬৩ দাগটি নদীর জমি। এ জমিতে অবস্থিত ৩টি ইটভাটা সম্পূর্ণরুপে এবং এ দাগের জমি দখলে রাখার অভিযোগে ৪টি ইটভাটার স্থাপনা অপসারন করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.