চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং করায় ২ বখাটের সাজা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ পড়ুয়া ৩ ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে ২ যুবককে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আলমগীর হোসেন ইভটিজিংকারীদের এ সাজার আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছে, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২৭)এবং একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের গোলাম কবিরের ছেলে হাসিবুর রহমান (২১)। ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল কাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও হাসিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্দের আদেশ দেন।

অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, মহারাজপুর জোড়াবকুলতলা গ্রামের বিভিন্ন শ্রেণীতে স্কুল-কলেজ পড়ূয়া কয়েকজন ছাত্রীকে বিগত ১বছরের অধিক সময় ধরে আব্দুল কাদের, হাসিবুর রহমানসহ আরও কয়েকজন দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ইভটিজিং করে আসছিলো।

এনিয়ে গত রবিবার সদর মডেল থানায় অভিযোগ করে ৩ ছাত্রী। এরই প্রেক্ষিতে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ শেষে এ সাজার আদেশ দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.