চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে নিহত-আহত পরিবারের মাঝে ত্রাণ-নগদ অর্থ প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ বারিক বাজার ভাঙ্গাব্রীজ এলাকায় ধান বোঝায় ট্রলি দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আটা, আলু, তেল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সোনামসজিদ বালিয়াদিঘি নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ওই পরিবারের মাঝে এসব ত্রাণ ও নগদ অর্থ তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় আহত ৮ জনের সার্বিক চিকিৎসার দায়িত্ব নেন তিনি। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, সিএন্ডএফ ব্যবসায়ী সোহেল আহমেদ পলাশসহ স্থানীয় আওয়ামী লীগ, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগের নেতৃবৃন্দরা। নিহত ও আহত পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে দেয়া হয়।
শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলার বারিকবাজার-সোনাপুর এলাকায় ধানবোঝাই ট্রলি খাদে উল্টে ধানের বস্তায় চাপা পড়ে ৯ জন নিহত ও ৭ জন আহত হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.